ইন্টারনেটে চাকরির খোঁজ
11/10/2022
Career Advice
ইথার ও লুথার দুজনে রুমমেট ও বেশ ভালো বন্ধু। লুথার ক্লাস করে, খায় দায়, ঘুমায়, ক্যান্ডি ক্রাস খেলে সময় কাটায়। ইথার পড়াশোনায় মোটেই ভালো নয়। কিন্তু সে বেশ মিশুক। ঘুরে বেড়াতে ভালোবাসে। মিলেমিশে কাজ করতে তার যেন কোনো ক্লান্তি নেই।