জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তাঁরা কেন বাদ পড়েছেন—তা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখছেন তাঁরা। এ ছাড়া প্রজ্ঞাপনে আবারও তাঁরা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। আজ বুধবার তাঁরা সচিবালয়ের সামনে জড়ো হন। ৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।
জুলাই বিপ্লবের সময় আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার জন্য অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া একজন ভ্রমণকারীর জন্য ব্যাংক সর্বোচ্চ ১০ হাজার ডলার ছাড় করতে পারলেও ছাত্র–জনতার গণ–আন্দোলনে আহতদের জন্য এই সীমা শিথিল থাকবে।
২০২৫ সাল সামগ্রিকভাবে চ্যালেঞ্জিং হবে—অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রস্তুতি উভয় দিক থেকেই। সেই সঙ্গে আমাদের এলডিসি উত্তরণের প্রস্তুতি চলছে; ২০২৬ সালে আমাদের এলডিসি উত্তরণ হওয়ার কথা। সবকিছুর পেছনে কাজ করবে ২০২৪ সালের আগস্ট মাসের পটভূমি। ফলে প্রত্যাশা কিছুটা বেশিই থাকবে।
২০২৫ সাল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বেশ মন খারাপ করবার মতো। তারা রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ুর মন্দ প্রভাব ও সংকোচনমূলক অর্থনৈতিক নীতি-এই তিন কারণ দেখিয়ে বলেছে ২০২৫ অর্থবছরে আমাদের জিডিপির প্রকৃত প্রবৃদ্ধি ঘটবে মাত্র ৩ দশমিক ৮ শতাংশ। কিন্তু আমি আইএমএফকে বাদ দিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির আশাব্যঞ্জক পূর্বাভাসটাকেই বিশ্বাস করতে চাই। এডিবির হিসাবে এই প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে। সেটাই হোক।
রোমানিয়া সীমান্ত পুলিশ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দেশের ২৩ জন অভিবাসীকে পুলিশি প্রহরায় নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া ১৪ সেপ্টেম্বর এক তরুণ বাংলাদেশি অভিবাসীকেও ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বুখারেস্ট।