Facebook Youtube Twitter LinkedIn
Career Information

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়

image

মাধ্যমিক পাশ করার পর অনেকের মনে প্রশ্ন আসে, মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? মাধ্যমিক পাশ করা ছোটো বড়ো ভাই-বোন অনেকেই আমাদের প্রশ্ন করেন এবং গুগলে সার্চ করে যে, মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে? West Bengal Madhamik Pass Job ইত্যাদি বিষয়ে। 

আপনিও যদি মাধ্যমিক পাশে কোন কোন সরকারি জব পাওয়া যায়, এই সম্পর্কে জানতে চাইছেন তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য। আজকে আমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় যে সমস্ত চাকরি রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত জানবো।

মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একাধিক চাকরি রয়েছে।  মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের যেসমস্ত চাকরি রয়েছে সেগুলি প্রতি বছর নিয়মিত হয়৷ কিন্তু রাজ্য সরকারের চাকরিগুলির ক্ষেত্রে এমনটা হয় না বা হলেও কোনো কোনো চাকরির ক্ষেত্রে হয়৷


বিষয় সূচীঃ-
Madhyamik Pass Jobs in West Bengal
মাধ্যমিক পাশে চাকরির বেতন (Madhyamik Pass Job Salary)
মাধ্যমিক পাশে চাকরির পরীক্ষা:
মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়:
Madhyamik Pass Jobs in West Bengal
Madhyamik Pass Jobs in West Bengal

মাধ্যমিক পাশে চাকরির বেতন (Madhyamik Pass Job Salary)
মাধ্যমিক পাশে চাকরির ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হয়ে থাকে 18,000 থেকে 25,000+ টাকার মধ্যে৷

মাধ্যমিক পাশে চাকরির পরীক্ষা:
মাধ্যমিক পাশে চাকরির জন্য যেসমস্ত পরীক্ষাগুলি হয় তাতে মূলত মাধ্যমিক লেভেলের প্রশ্ন করা হয়ে থাকে৷

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়:
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে যেসমস্ত চাকরি পাওয়া সেগুলি নিচে দেওয়া হল৷ এগুলির মধ্যে বেশ কিছু চাকরি রয়েছে যেগুলো কেন্দ্র সরকারের এবং কিছু চাকরি রয়েছে রাজ্য সরকারের৷

1) রেলওয়ে গ্রুপ-D

2) SSC MTS (Multi Tasking Staff- মাল্টি টাস্কিং স্টাফ)


3) SSC GD Constable (General Duty)

4) WBPSC ক্লার্কশিপ

5) WBSSC গ্রুপ-C

6) রেলওয়ে টিকিট কালেক্টর (TTE)

7) রেলওয়ে গ্রুপ-D

8) পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable)

9) কোলকাতা পুলিশ কনস্টেবল

10) গ্রামীন ডাক সেবক (Post Office GDS)


11) হাইকোর্ট ক্লার্ক

12) পোস্টম্যান মেল গার্ড (Post Office Mail Guard)

13) ফুড সাব ইন্সপেক্টর  (WBPSC Food SI)

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে কি কি সরকারি পাওয়া যায়, আশা করি আপনি বুঝতে পেরেছেন। উপরের চাকরি গুলি ছাড়াও আরো বেশ কিছু Madhyamik Pass Job রয়েছে যেগুলি প্রতি বছর নিয়োগ হয়না। সেগুলি সম্পর্কে আমরা এখানে উল্লেখ করিনি। 

এখানে আমরা স্থায়ী সরকারি চাকরি গুলির নাম জানিয়েছি। এগুলির চাহিদা বর্তমানে ব্যাপক এবং কেরিয়ার গঠনে বিশেষ উপকারি। 

এখন আপনার কাজ হচ্ছে উপরে উল্লেখিত মাধ্যমিক পাশে চাকরি গুলির মধ্যে ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি বা একটির বেশি চাকরিকে নির্বাচন করে সেটির প্রস্তুতি নিতে শুরু করা।

চাকরির প্রস্তুতির ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস, নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি জেনে রাখতে হবে।  
Collected From Kajkarmo



Related Posts

image

প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি কৌশল

21/04/2024

Career Information

প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ বিষয়গুলো (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার) থেকে ৪০ শতাংশ প্রশ্ন হয়। মে মাস হিসেবে ধরে ১৭শ বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় বেশি নেই। নতুন প্রার্থীদের জ

image

সহজে চাকরি পাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি

06/04/2024

Career Information

পড়াশোনা শেষে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নগুলো ডালপালা ছড়াতে থাকে অনার্সে পড়ার সময়। সরকারি চাকরি পেতে হলে অবশ্যই আপনার শারীরিক, মানসিক এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

image

যে কারণে আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া উচিত নয়

06/03/2024

Career Information

সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়ায় অনলাইন সেলিব্রিটি হিসাবে প্রভাবশালীদের উত্থান অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। যদিও ইনফ্লুয়েন্সার হওয়ার সম্ভাবনা লোভনীয় হতে পারে, তবে এটি স্বীকার করা অপরিহার্য যে, এই ক্যারিয়ারের