Facebook Youtube Twitter LinkedIn
Career Information

গুগল ইন্টার্নশিপ (Google Internship) 2022- প্রতি মাসে 60 হাজার টাকা স্টাইপেন্ড

image

বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন আইটি কোম্পানি গুগলে ইন্টার্নশিপ করার দারুন সুযোগ। সম্প্রতি গুগল এর তরফ থেকে 2023 এবং 2024 এর ব্যাচের জন্য ইন্টার্নশিপ (Google Internship 2022) এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

ফ্রেশাররাও তাদের যোগ্যতার ভিত্তিতে গুগলের মতো আইটি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারবে। ইন্টার্নশিপ শেষে থাকছে ঝা চকচকে কেরিয়ারের সুযোগ। তাই আপনিও যদি গুগলে ইন্টার্নশিপ করতে চান তাহলে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন। 
ইন্টার্নশিপের নামঃ  গুগল ইন্টার্নশিপ ২০২২ (Google Internship 2022) 

জব লোকেশনঃ  ভারত (All Across India)

গুগল ইন্টার্নশিপ স্টাইপেন্ড/বেতন (Google Internship Stipend)  
গুগল ইন্টার্নশিপের জন্য প্রতি মাসে প্রায় 60 হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

গুগল ইন্টার্নশিপ এর জন্য যোগ্যতা (Google Internship Qualification)
(1) বর্তমানে কম্পিউটার সায়েন্স বা এই জাতীয় টেকনিক্যাল ফিল্ডে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি অথবা PhD করতে হবে। 

(2) সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর জন্য এক একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে।

(3) ইংরেজি ভাষায় ভালোভাবে কথা বলতে এবং লিখতে পারতে হবে।

গুগল ইন্টার্নশিপ নিয়োগ প্রক্রিয়া (Google Internship Recruitment Process) 
দুটি প্রক্রিয়ার মাধ্যমে গুগল ইন্টার্নশিপ (Google Internship) এর জন্য প্রার্থীদের বাছাই করা হবে, এগুলি হলো- 


(1) অফলাইন টেস্ট- Offline Test

(2) ইন্টারভিউ- Interview

collected from kajkarmo



Related Posts

image

প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি কৌশল

21/04/2024

Career Information

প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ বিষয়গুলো (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার) থেকে ৪০ শতাংশ প্রশ্ন হয়। মে মাস হিসেবে ধরে ১৭শ বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় বেশি নেই। নতুন প্রার্থীদের জ

image

সহজে চাকরি পাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি

06/04/2024

Career Information

পড়াশোনা শেষে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নগুলো ডালপালা ছড়াতে থাকে অনার্সে পড়ার সময়। সরকারি চাকরি পেতে হলে অবশ্যই আপনার শারীরিক, মানসিক এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

image

যে কারণে আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া উচিত নয়

06/03/2024

Career Information

সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়ায় অনলাইন সেলিব্রিটি হিসাবে প্রভাবশালীদের উত্থান অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। যদিও ইনফ্লুয়েন্সার হওয়ার সম্ভাবনা লোভনীয় হতে পারে, তবে এটি স্বীকার করা অপরিহার্য যে, এই ক্যারিয়ারের