উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান ইভারসিটি
24/08/2022
1148 Views
বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইভারসিটি৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত ইভারসিটি গত ৭ মাসে বেকার যুবকদের সফল হওয়ার ভরসা ও আস্থা অর্জন করেছে৷ প্রতিষ্ঠানটি থেকে বিশ্বমানের প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে অনেকে সফল হয়েছেন। যাদের সফল হওয়ার চিত্র দেখে মানুষের আগ্রহ বাড়ছে প্রতিষ্ঠানটির দিকে।
তরুণ উদ্যোক্তা নাঈম সরকার, সহ প্রতিষ্ঠাতা সজল চৌধুরী, মেহেরাব সরকার অভি ও নাজমুল হাসান প্রতিষ্ঠিত ইভারসিটিতে আছে ৩ মাস ও ৬ মাস মেয়াদী রেকর্ড কোর্স, লাইভ ক্লাস, বিজনেস কোর্স, সফট স্কিল কোর্স। এছাড়াও আছে স্পেশাল ট্রেনিং এবং বিজনেস কোচিং। যাতে কর্পোরেট ট্রেইনার গোলাম সাদমানি ডন, জনপ্রিয় সিনদাবাদ ডট কমের সিইও কামরুল হাসান, ন্যাচেরালের ফাউন্ডার কোচ কাঞ্চন বিডিপ্রেনোয়ারের ফাউন্ডার এবং চাকরি খুজব নাকি দিবো গ্রুপের এডমিন সাজ্জাদ হোসেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কন্টিনটোর প্রতিষ্ঠাতা নাফিস কাউসার নিয়মিত ক্লাস নেন।
প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে যোগ্যতা অর্জন করার কোনো বিকল্প নেই। সেই বাস্তবতা মাথায় রেখেই এভারসিটি প্রতিষ্ঠা। যাতে উপকৃত হবে যুব গোষ্ঠী৷ যা দেশকে এগিয়ে নেবে আরও অনেক দূর।
bhorerkagoj