বিআরডিবি’র ক্ষুদ্র ঋণ বদলে দিয়েছে আজিজুলের জীবন
16/11/2022
852 Views
মোঃ আজিজুল মোড়ল খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বাসিন্দা। বাবার আর্থিক সমস্যার কারনে তিনি ৮ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেন। পিতা-মাতা,স্ত্রী, ছোট ভাইবোন ও দুই ছেলে মেয়ে নিয়ে তার পরিবার। দৈনিক প্রচুর পরিশ্রম করা সত্বেও তার আয় দ্বারা পরিবারের সদস্যদের ভরনপোষণ করা সম্ভব হচ্ছিল না। ঋণ করে ছোট বোনকে বিয়ে দেওয়ার পর তার সমস্যা আরও বাড়ল এবং তিনি হতাশ হয়ে পড়লেন।
ঠিক ঐ সময় তিনি জানতে পারেন বিআরডিবি’র ক্ষুদ্র ঋণের কথা। তিনি ২০০১ সালে বিআরডিবি’র অধীনস্থ কৃষক সমবায় সমিতির সদস্য হন এবং ঐ বছর সমিতির সদস্যদের সাথে ১ম বারের মত ৭,০০০/- টাকা ঋণ গ্রহণ করেন। সেই টাকা দিয়ে তিনি একখন্ড জমি ইজারা নিয়ে পান চাষ শুরু করেন। পান বিক্রি করে তিনি ৩০,০০০/- আয় করেন। ঋণ পরিশোধ করে পূনরায় ১৫,০০০/- ঋণ গ্রহণ করেন। তিনি পান ও সবজী বিক্রি করে উক্ত ঋণের টাকা পরিশোধ করে পরবর্তী বছর ২০,০০০/- টাকা ঋণ নেন এবং ঐ জমির পাশে আরও একখন্ড জমি ইজারা নিয়ে চাষাবাদ করেন। ঐ বছর তিনি ঋণের টাকা পরিশোধ করে ৪০,০০০/- টাকা আয় করেন। একদিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তার পানক্ষেত দেখতে যান এবং তিনি খুশি হয়ে এর পাশাপাশি মাছ চাষের পরামর্শ দেন। অবশেষে তিনি আবারও ৩০,০০০/- ঋণ গ্রহন করেন এবং তার জমানো টাকা থেকে পল্লী উন্নয়ন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী মাছ চাষ শুরু করেন। সে বছর তিনি মাছ বিক্রি করে ২৫,০০০/-টাকা, পান বিক্রি করে ৩০,০০০/- টাকা এবং সবজি বিক্রি করে ২০,০০০/- টাকা করে মোট ৭৫,০০০/- টাকা লাভ করেন। এভাবে তিনি ধীরে ধীরে আয় ও সঞ্চয়ের মাধ্যমে নিজের নামে ৮ একর জমি ক্রয় করেন। বর্তমানে আজিজুল মোড়ল কাচা ঘরের পরিবর্তে পাকা ঘরে বাস করছেন। তার মেয়েকে ভাল ঘরে বিয়ে দিয়েছেন, ছেলে ৯ম শ্রেনীতে পড়ছে। বর্তমেেন তিনি ৪ টি পুকুর ও ২টি পান ক্ষেতের মালিক এবং একজন সফল ও স্বচ্ছল সদস্য। তিনি মহান আল্লাহর কাছে বিআরডিবি’র ক্ষুদ্র ঋণ প্রকল্পের জন্য কৃতজ্ঞতা জানান।
Collected from brdb