আকবরদের সাফল্যে আত্মবিশ্বাসী দিশারা
                                        
                                                17/01/2023 
                                            
                                             1529 Views
                                        
                                                                                  
                                        দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো বসছে মেয়েদের যুব বিশ্বকাপ। দেশটিতে ঠিক আগের আইসিসি আসরও ছিল যুব বিশ্বকাপ। তা অবশ্য ছেলেদের। ওই আসরে ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ছেলেরা। যে কোনো পর্যায়ের হিসাবে প্রথমবার আইসিসি বিশ্বকাপ এনেছিল বাংলাদেশে। সেই দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে পা রেখে মেয়েদের সামনে বারবার ফিরে আসছে সেই স্মৃতি। তবে ছেলেদের মতো ওই অর্জন নিয়ে স্বপ্ন দেখতে নারাজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক দিশা বিশ্বাস।
দক্ষিণ আফ্রিকা উড়াল দেওয়ার আগে বাংলাদেশে শেষ সংবাদ সম্মেলনেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছিল দিশাকে। চারপাশ থেকে উড়ে আসা উচ্চাভিলাষী আশা দমিয়ে রাখতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকায় কাল টুর্নামেন্ট পূর্ব অধিনায়ক সংবাদ সম্মেলনেও একই প্রশ্নের মুখে এই তরুণী। দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা পুনরাবৃত্তি হবে কি না সেই উত্তরে দিশা বলেন, ‘২০২০ এ আমাদের বড় ভাইরা যুব বিশ্বকাপ জিতেছিল, সেটা দক্ষিণ আফ্রিকাতেই ছিল। আমি বলছি না যে এবার আমরা জিতব। কিন্তু ওই অর্জনটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর সেরা উপলক্ষ।’
বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছেড়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি রাখলেন দিশা। প্রস্তুতি ম্যাচ দুটিতে দক্ষিণ আফ্রিকা ও ভারত মেয়েদের হারিয়ে সেই বিশ্বাস অর্জন করেছে বাংলাদেশ, ‘এই আসরে অনেক শক্তিশালী দল আছে। অস্ট্রেলিয়া অনেক বড় নাম। কিন্তু আমি নিজের দল নিয়ে ভালো কিছু আশা করছি। আমরা বিশ্বাস করি এই আসরে আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলব। যা আমাদের সাফল্য পাওয়ায় সেরা অস্ত্র হবে।’
Collected From Prothomalo