Facebook Youtube Twitter LinkedIn
Job Life

নিজেকে প্রকাশ করতে হবে

image

ক্যারিয়ারের জন্য লিঙ্কডইনের ব্যাপক ভূমিকা রয়েছে। কিছুদিন আগেই লিঙ্কডইনে এসেছে কিছু পরিবর্তন। লিঙ্কডইন এখন আগের চেয়ে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হয়েছে। সেইসঙ্গে একজন ভিউয়ার যাতে প্রথমেই এসে আপনার প্রোফাইল দেখে বুঝতে পারে আপনার সম্পর্কে। সেজন্য নেওয়া হয়েছে নতুন কিছু ব্যবস্থা। কীভাবে আপনি এই পরিবর্তিত লিঙ্কডইন প্রোফাইল আরো আকর্ষণীয় করতে পারবেন?

১. লিঙ্কডইনে শক্তিশালী প্রোফাইল পিকচার ও ব্যাকগ্রাউন্ড পিকচার দিন যাতে একজন ভিউয়ার সহজেই আপনার প্রোফাইল দেখে আকৃষ্ট হয় এবং ভিজিট করে।

২. এরপর আপনার ইন্ট্রো যেখানে লিখবেন, সেই দুই লাইনকে এমনভাবে লিখুন যাতে মানুষের মধ্যে ইন্টারেস্ট গ্রো করে পরবর্তীতে প্রোফাইল ভিজিটের জন্য।

৩. সামারি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অংশ থেকেই আপনার সবকিছু বোঝা যাবে। লিঙ্কডইনে এখন সামারির প্রথম দুই লাইন শো করে। এরপর বাকিটা ‘See More’ এ ক্লিক করলে শো করে। কাজেই এই প্রথম দুই লাইনে আপনাকে আকর্ষণ তৈরি করতে হবে যাতে সে পুরো প্রোফাইলটা চেক করে।

৪. ধরুন আপনি এবার চারটি কোম্পানিতে জব করেছেন। কিন্তু লিঙ্কডইন শুধু আপনার একটি কোম্পানিকেই ফোকাস করবে। সেটি হচ্ছে একদম সর্বশেষ কোম্পানিটি যেখানে আপনি এখন জব করছেন। কাজেই এই কোম্পানিটির ক্ষেত্রে আপনার কাজগুলো সাবলীল ও আপনার অর্জনগুলোকে স্পষ্ট করে লিখতে হবে।

৫. পরবর্তী কোম্পানিগুলোর ক্ষেত্রে কেবল নাম, পদবি ও অবস্থানকাল এই তিনটি জিনিস লিঙ্কডইন শো করে। পুরোটা দেখতে হলে ভিউয়ারকে ‘See Description’ এ ক্লিক করতে হবে। এক্ষেত্রে প্রতিটি কোম্পানিতে আপনার অর্জনগুলোকে শো করানোর জন্য আপনি যেকোনো প্রেজেন্টেশন, ভিডিও, ছবি ইত্যাদি লিঙ্কডইনে অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে আপনার ভিউয়ার আপনার প্রতি আরো আকৃষ্ট হবে।

৬. এবারে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও ভল্যান্টিয়ার এক্সপ্রেরিয়েন্সগুলো দিন। মনে রাখবেন, লিঙ্কডইন প্রোফাইল তৈরির সময় কোনো অপশনই খালি রাখবেন না। প্রতিটি অপশন ফিল করলে লিঙ্কডইন আপনার প্রোফাইলটি অল স্টার করে দিবে, যা কিনা আপানার চল্লিশ গুণ প্রোফাইল ভিউ বাড়াবে।

৭. এরপর লোকে আপনার এন্ডোরসমেন্ট ও রিকমেন্ডেশন দেখবে। কতজন আপনাকে রিকমেন্ড করেছে, তাদের প্রোফাইল কী, কেন রিকমেন্ড করেছে এগুলোর থেকে তারা একটি ধারণা নিবে আপনার সম্পর্কে।

৮. আপনার আর্টিকেল, আপনার ট্রেনিং, শর্ট কোর্স- এগুলো আগে লিঙ্কডইনে ডিটেইল দেখাতো, এখন আর ডিটেইল দেখায় না, এখন কেবল মোট কতটি পাবলিকেশন আছে সেটা দেখায়, মোট কতটি ট্রেনিং আছে সেটা দেখায়। এরপর কেউ চাইলে ক্লিক করে ডিটেইল দেখতে পারেন।

এই জিনিসগুলো মাথায় রেখে নতুন করে লিঙ্কডইন প্রোফাইল সাজিয়ে ফেলুন। ভিউয়ার বাড়ান। মনে রাখবেন, অন্যকে প্রভাবিত করতে হলে নিজেকে প্রকাশ করতে হবে। এটার কোন বিকল্প নেই। এক্ষেত্রে আপনি প্রফেশনাল রাইটারদের সাহায্যও নিতে পারেন।

Collected from
jagojobs.com



Related Posts

image

এক অ্যাপেই অনেক দক্ষ এআই অ্যাসিস্ট্যান্ট

31/08/2025

Job Life

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু বিজ্ঞানের কল্পনা জগৎ নয়, আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। কেউ এআই দিয়ে গবেষণার কাজ করছে, কেউ কোড লিখছে, কেউ ব্যবসার পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু জানেন কি? চ্যাটজিপিটির ভেতরে

image

সহকর্মী ঈর্ষা করে? জেনে নিন কী করবেন

24/09/2024

Job Life

অফিস তো কেবল কাজ করার জায়গাই নয়, বরং সামাজিক যোগাযোগ রক্ষার একটি বড় পরিসরও। তাইতো অফিসকে বলা হয় ‘দ্বিতীয় পরিবার’। আপনার কর্মক্ষেত্রে যদি কাজ করার ইতিবাচক পরিবেশ থাকে তবে অফিস কর্তৃপক্ষ ও আপনি উভয়েই সমৃদ্ধ

image

Is your workplace really built for innovation?

24/08/2024

Job Life

Organizations that succeed are those that constantly improve themselves and their offerings. But don’t expect the few people at the top to be responsible for all the interesting new thinking in the organization.