Facebook Youtube Twitter LinkedIn
Career Information

ফেসবুক রিলস থেকে অর্থ উপার্জনের বিভিন্ন উপায়

image

ক্রিয়েটরদের আকর্ষণীয় রিলের সাহায্যে অর্থ উপার্জনের সুযোগ দিতে রিলসে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি আপডেট ও সম্প্রসারণ করছে ফেসবুক। একসেস পাওয়া এবং অর্থ উপার্জন করার বিষয়ে বিস্তারিত তথ্য জানার সুযোগ করে দিয়েছে ফেসবুক। 

অর্থ উপার্জনের বিভিন্ন উপায়


রিলসে বিজ্ঞাপন দেওয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ফেসবুক (মেটা) এখনও প্রাথমিক পর্যায়ে আছে। ক্রিয়েটর, বিজ্ঞাপনদাতা ও বিস্তৃতভাবে নিজেদের অ্যাপের জন্য যাতে সবচেয়ে ভালো সমাধান পাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনবরত এই পরীক্ষার ফলের বিষয়ে নজর রাখছে।


ফেসবুক রিলসে বিজ্ঞাপন ও ইনস্টাগ্রাম রিলসে বিজ্ঞাপন হলো— অনেকগুলো মনিটাইজেশন টুলের মধ্যে অন্যতম দু’টি টুল, যা সব ধরনের ও সব স্তরের ক্রিয়েটরদের ফেসবুক ও ইনস্টাগ্রামে স্থিতিশীলভাবে উপার্জন করতে সাহায্য করে। এছাড়া যোগ্য ক্রিয়েটররা সাবস্ক্রিপশন, স্টার ও গিফটিংয়ের মাধ্যমে ফ্যানদের সমর্থন থেকে, মেটার ক্রিয়েটর মার্কেটপ্লেসের মাধ্যমে ব্র্যান্ড পার্টনারশিপ থেকে এবং ইন-স্ট্রিম বিজ্ঞাপনে  মেটার পারফরম্যান্স বোনাস প্রোগ্রামের মাধ্যমে ফেসবুক থেকে উপার্জন করতে পারেন। আরও  জানতে, যোগ্যতা যাচাই ও উপার্জন করতে ফেসবুক ফর ক্রিয়েটরস ও ইনস্টাগ্রাম ফর ক্রিয়েটরস দেখতে পারেন। আপনার কুইপ, গুগল ডক, ওয়ার্ড বা ওয়ার্কপ্লেস কন্টেন্ট এখানে পেস্ট করুন।

কীভাবে রিলসে অংশ নেবেন


ফেসবুকে আমন্ত্রণ পাওয়ার জন্য যোগ্য হতে ক্রিয়েটরদের অবশ্যই ৫২টি দেশের একটিতে থাকতে হবে এবং বেশ কিছু ন্যূনতম শর্ত মানতে হবে। ফেসবুকের রিলস প্লে বোনাস প্রোগ্রামে আগে যে যোগ্য ক্রিয়েটররা অংশ নিয়েছিলেন, তারা ইতোমধ্যে আমন্ত্রণ না পেয়ে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন।

পরীক্ষায় ক্রিয়েটরদের যোগ করা হলে রিলসে বিজ্ঞাপন থেকে উপার্জন করার জন্য ক্রিয়েটরদের অবশ্যই অনবোর্ডিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং এই প্রক্রিয়ার মধ্যে ব্যবহারের শর্তাবলি গ্রহণ করা ও পেমেন্টের বিশদ বিবরণ দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে। এরপর অর্থ উপার্জনের জন্য তাদের আকর্ষণীয় রিল তৈরি করা চালিয়ে যেতে হবে।

কোনও ব্যবহারকারী ফেসবুকে এই প্রাথমিক প্রোগ্রামের অংশ কিনা, তা জানতে তাকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন টুল বিভাগটি দেখতে হবে। তিনি আমন্ত্রিত হয়ে থাকলে রিলসে বিজ্ঞাপন দেখতে পাবেন এবং অনবোর্ডিং শুরু করতে সেট আপ বেছে নিতে পারবেন।
Collected From Banglatribune



Related Posts

image

প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি কৌশল

21/04/2024

Career Information

প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ বিষয়গুলো (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার) থেকে ৪০ শতাংশ প্রশ্ন হয়। মে মাস হিসেবে ধরে ১৭শ বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় বেশি নেই। নতুন প্রার্থীদের জ

image

সহজে চাকরি পাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি

06/04/2024

Career Information

পড়াশোনা শেষে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নগুলো ডালপালা ছড়াতে থাকে অনার্সে পড়ার সময়। সরকারি চাকরি পেতে হলে অবশ্যই আপনার শারীরিক, মানসিক এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

image

যে কারণে আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া উচিত নয়

06/03/2024

Career Information

সাম্প্রতিক বছরগুলোতে সোশ্যাল মিডিয়ায় অনলাইন সেলিব্রিটি হিসাবে প্রভাবশালীদের উত্থান অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। যদিও ইনফ্লুয়েন্সার হওয়ার সম্ভাবনা লোভনীয় হতে পারে, তবে এটি স্বীকার করা অপরিহার্য যে, এই ক্যারিয়ারের