জেফ বেজস সফল ব্যক্তির গল্প
26/06/2023
900 Views
কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি নেওয়ার পরে, জেফ ওয়াল স্ট্রিটের অনেকগুলো ফার্মে কাজ করেছেন। এর সুবাদে ১৯৯০ সালে তিনি সবচেয়ে কম বয়সে কোন প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হন।
সেসময়ে আর্কষণীয় বেতন, চাকুরীর স্থায়িত্ব, পদমর্যাদা সহ সবকিছু তার কাছে ছিলো। কিন্তু তিনি চাকুরী ছেড়ে দিয়ে নতুন একটি পরিকল্পনা হাতে নিলেন। তিনি নিজের ব্যবসা শুরু করতে চাইলেন।
নতুন এ ব্যবসার জন্যে সিয়েটলে বসবাস শুরু করেন এবং সেখান থেকে আমাজন ডট কম তৈরীর জন্যে কাজ শুরু করেন। শুরুর দিকে এটি কেবল একটি অনলাইন বুকস্টোর ছিলো।
কাজ শুরুর মাত্র দুইমাসে মধ্যে এই স্টোরের বিক্রি ২০,০০০ ডলারে গিয়ে দাঁড়ায়। বর্তমানে অ্যামাজন ডট কম অনলাইন শপের সবচেয়ে বড় স্থান দখল করে আছে। এই সফলতার ফলে জেফ এখন সম্পদশালীদের দিকে থেকে দ্বিতীয় অবস্থানে আছেন।
Collected from ovijatri