রবিন চেজ সফল ব্যক্তির গল্প
26/06/2023
1283 Views
নিজের পরিকল্পনার আর আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত – রবিন চেজ। রবিন চেজ আর তার বান্ধবী অ্যান্টজি ড্যানিয়েলসন “ইন্টারনেট ভিত্তিক কার শেয়ারিং” এর একটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন।
কিন্তু প্রথমেই বাঁধার সম্মুখীন হন। প্রথমে বাধা হয় অপর্যাপ্ত পরিমাণ পুঁজি। অন্যদিকে, সেসময়ে রবিনের জন্যে একটি ব্যবসা শুরুর করার জন্যে পুঁজি করা কঠিন ছিলো। দ্বিতীয় বাধা হয় – ব্যবসার প্রসার। কারণ নব্বই দশকের দিকে ইন্টারনেটে প্রসার তেমন ছিলো না।
আরেকটি প্রধান কারণ – অপরিচিত কারো কাছে একজন গাড়ি শেয়ার করতে চাইবে না। এত সব প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রমের মাধ্যমে রবিন ২০০০ সালে “জিপকার” শুরু করেন। মাত্র দুইটি গাড়ি নিয়ে শুরু করা ব্যবসা আর নয় হাজার গাড়িতে এসে দাড়িয়েছে।
Collected from ovijatri