৯ কোটি টাকার আংটি পাওয়া গেল ভ্যাকুয়াম ক্লিনারে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, সাড়ে সাত লাখ ইউরো মূল্যের আংটিটি রিৎজ হোটেলের কক্ষ থেকে হারিয়ে ফেলেছিলেন মালয়েশিয়ার ওই নারী। তিনি একজন ব্যবসায়ী। হারিয়ে যাওয়া আংটিটির মূল্য বাংলাদেশি প্রায় ৮ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার ৩১৮ টাকা।
ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনের প্রতিবেদনে বলা হয়েছে, রিৎজ হোটেলের নিরাপত্তারক্ষীরা রোববার একটি ভ্যাকুয়াম ক্লিনারের ধুলার মাঝে আংটিটি পড়ে থাকতে দেখেন। শুক্রবার পুলিশের কাছে অভিযোগ করার পরপরই ওই নারী লন্ডনে চলে যান। আংটিটি উদ্ধার হওয়ায় এখন প্যারিসে ফিরবেন বলে জানিয়েছেন।
রিৎজ হোটেল কর্তৃপক্ষ বলেছে, আংটিটি হারিয়ে যাওয়ায় মালয়েশীয় ওই অতিথিকে অতিরিক্ত তিন রাত হোটেলে অবস্থানের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তিনি প্রস্তাবটি গ্রহণ করতে রাজি হননি।
লা প্যারিসিয়েনকে দেওয়া এক বিবৃতিতে রিৎজ হোটেল বলেছে, ‘‘নিরাপত্তারক্ষীদের নিবিড় পরিশ্রমের সুবাদে রোববার সকালে আংটিটি পাওয়া গেছে। আমরা রিৎজ প্যারিসের কর্মীদের ধন্যবাদ জানাতে চাই; যারা এই অনুসন্ধানে অংশ নিয়েছেন এবং প্রত্যেকদিন সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করেছেন।’’
মালয়েশিয়ার ওই ব্যবসায়ী পুলিশকে বলেছেন, গত শুক্রবার কেনাকাটা করার জন্য তিনি কয়েক ঘণ্টা প্যারিসে ছিলেন। এ সময় আংটিটি তার হোটেল রুমের একটি টেবিলে রেখে গিয়েছিলেন। পরে হোটেলে ফিরে সেটি আর খুঁজে পাননি তিনি।
উদ্ধারের পর আংটিটি পুলিশের কাছে পৌঁছে দিয়েছে রিৎজ হোটেল কর্তৃপক্ষ। লন্ডন সফররত ওই নারী প্যারিসে ফিরে পুলিশের কাছ থেকে আংটিটি নেবেন।
প্যারিসের বিলাসবহুল হোটেল কিংবা প্রতিষ্ঠান থেকে অলঙ্কার হারিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, ২০১৮ সালে সশস্ত্র পাঁচ ব্যক্তি প্যারিসের বিখ্যাত একটি প্রতিষ্ঠানের জুয়েলারি দোকান থেকে ৪০ লাখ ইউরো মূল্যের গহনা ডাকাতি করেছিলেন। ওই বছরের শেষের দিকে সৌদি রাজপরিবারের এক সদস্য প্যারিসে তার হোটেল রুম স্যুট থেকে কয়েক হাজার পাউন্ড মূল্যের অলঙ্কার চুরি গেছে বলে জানান।
Collected from dhakapost