শামস মলির উদ্যোক্তা হয়ে ওঠার গল্প
09/02/2023
Inspiration
ইশরাত শামস মলি, একজন নারী উদ্যোক্তা। যার হাত ধরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অসংখ্য নারীর। তবে হুট করেই তিনি উদ্যোক্তায় রূপান্তর হননি। এর পেছনে ছিলো অদম্য ইচ্ছে আর প্যাশন। এক বিকেলের আলাপে ওঠে এসেছিল তার পথচলার গল্প।