Facebook Youtube Twitter LinkedIn
...
বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির আবেদন শুরু

দেশের সব বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তির আবেদন শুরু হয়েছে আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুন। ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।

মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন।


তিনি জানান, ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে, ভর্তির শেষ তারিখ ৯ জুলাই। আর ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।

এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মেডিক্যালে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে অলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনলাইনে আবেদন করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে পারবে।


Collected From Risingbd