চামড়া রপ্তানি বাড়াতে উন্নত কর্ম পরিবেশের দাবি উদ্যোক্তাদের
উন্নত কর্ম পরিবেশের অভাবে চামড়া খাতে রপ্তানি বাড়ছে না বলে অভিযোগ উদ্যোক্তাদের। পাশাপাশি, সরকারি নীতি সহায়তারও দাবি তাদের। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, চামড়াজাত পণ্যের প্রদর্শনীতে এসব কথা বলেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সফলতার জন্য গবেষণার প্রয়োজন। আর এ খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক এ এইচ এম আহসান।
ট্যানারি অ্যাসোসিয়েশনের হিসাবে, দেশে প্রতি বছর চামড়া উৎপাদন হয় ২২ কোটি বর্গফুটের বেশি। এগুলোর অর্ধেক ব্যবহার হয় পণ্য তৈরিতে। বাকিটা প্রক্রিয়াজাত করে রপ্তানি হয়। চামড়া খাতের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক এ প্রদর্শনীর আয়োজন।
উদ্যোক্তারা জানান, কর্ম পরিবেশ ভালো না হওয়ায়, আন্তর্জাতিক ক্রেতা জোট এলডব্লিউজি-র সার্টিফিকেট পাচ্ছে না ট্যানারিগুলো। এজন্য সিইটিপিসহ সার্বিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি, সরকারি নীতি সহায়তার দাবিও তাদের।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, সার্টিফিকেটের অভাবে ভালো দামে পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না।
লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুশফিকুর রহমান বলেন, টেকসই সফলতার জন্য গবেষণায় জোর দেয়া প্রয়োজন। ছোট কারখানাগুলোকেও রপ্তানিতে সহায়তায় দেয়া প্রয়োজন।
সঠিক কর্ম পরিবেশের অভাবে সফলতা মিলছে না বলে স্বীকার করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক এ এইচ এম আহসান। তিনি বলেন, শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশি ২৫০টির বেশি প্রতিষ্ঠান।
Collected from independent24