Facebook Youtube Twitter LinkedIn
...
জাবিতে ২৯৪ কোটি টাকার বাজেট অনুমোদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। শনিবার (২৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৪০তম বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। এসময় মোট ৬১ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে মোট আয়ের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত ২৭১ কোটি ৮১ লাখ টাকার অনুদান, ছাত্র-ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত ফিস ৪ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা, ভর্তি ফরম বিক্রি বাবদ আয় ১২ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন চার্জ কর্তন বাবদ আয় ৩ কোটি ৭১ লাখ ২১ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি থেকে আয় ২৩ লাখ টাকা এবং অন্যান্য সূত্র হতে আয় ১ কোটি ১৭ লাখ ২৯ হাজার টাকা।


বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন-ভাড়া খাতে। এই খাতে ব্যয় হবে ১৭৫ কোটি ২৯ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৯ দশমিক ৫৯ শতাংশ। ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে পণ্য ও সেবা খাত (সাধারণ আনুষঙ্গিক)। এই খাতে ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬ কোটি ৫ লাখ টাকা, যা মোট বাজেটের ১৯ দশমিক ০৫ শতাংশ। তৃতীয় অবস্থানে পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা।


এ বছর পেনশন ও অবসর সুবিধা খাতে ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৩৩ লাখ টাকা, গবেষণা ও উদ্ভাবন খাতে ৫ কোটি ৫২ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৪২ লাখ টাকা।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মধ্যে অন্যান্য ব্যয় বাবদ ৪ কোটি ১৮ লাখ টাকা, যন্ত্রপাতি খাতের ব্যয় বাবদ ৩ কোটি ৫৬ লাখ টাকা, যন্ত্রপাতি ক্রয় বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ ৫৫ লাখ টাকা এবং অন্যান্য মূলধন জাতীয় ব্যয় বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


উল্লেখ্য, গত অর্থবছরের মূল বরাদ্দ ছিল ২৭৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশোধিত বরাদ্দ ছিল ২৮৭ কোটি ১ লাখ টাকা। গত বছরের চেয়ে এবার মূল বরাদ্দ বেড়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা।

Collected From Banglatribune



Do you Need Any Help?