Facebook Youtube Twitter LinkedIn
...
‘বৃহত্তর নোয়াখালীর বিসিএস ক্যাডারের সংখ্যা দিন দিন কমছে’

বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) বিসিএস ক্যাডার কর্মকর্তার সংখ্যা দিন দিন কমছে। যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বক্তারা।

শনিবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষা উপ কমিটি, বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম ও বিএমএ নোয়াখালীর সমন্বিত উদ্যোগে বৃহত্তর নোয়াখালীর বিসিএস শিক্ষার্থীদের মোটিভেশনের উদ্দেশ্যে আয়োজিত বিসিএস প্রস্তুতি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বিসিএস মোটিভেশনাল একাডেমির (বিএমএ) প্রতিষ্ঠাতা কাস্টমস কমিশনার মো. বেলাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার, পরিকল্পনা বিভাগ সচিব সত্যজিৎ কর্মকার, সেতু বিভাগ সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহত্তর নোয়াখালীর বিসিএস শিক্ষার্থীদের মোটিভেশনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিসিএস মোটিভেশনাল একাডেমি নোয়াখালীর ব্যতিক্রমী এই আয়োজন প্রশংসনীয় দাবি করে বক্তারা বলেন, আগামীতে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম বিসিএস ক্যাডার কর্মকর্তার সংখ্যা বৃদ্ধিতে কাজ করবে।


একাডেমীর প্রতিষ্ঠাতা কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী জানান, অলাভজনক অরাজনৈতিক নিরপেক্ষ নিরাসক্ত শিক্ষা সেবা সংগঠন হিসেবে নোয়াখালীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা ও মনন গঠনে পরামর্শ দিবে বিসিএস মোটিভেশনাল একাডেমি।

Collected From Rtvonline