Facebook Youtube Twitter LinkedIn
...
বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা আনতে অভিন্ন আর্থিক ও হিসাব ম্যানুয়াল প্রস্তুত


পাবলিক বিশ্ববিদ্যালয়ের  আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা আনতে  ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রস্তুত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই ম্যানুয়াল পর্যালোচনার ও সুপারিশের জন্য ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।


রবিবার (২৫ জুন) সই করা ইউজিসি অফিস আদেশ জারি করে। সোমবার (২৬ জুন) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সই করা অফিস আদেশটি প্রকাশিত হয়।


এতে বলা হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ইউজিসি কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ‘অভিন্ন আর্থিক ও হিসাব ম্যানুয়াল’ প্রস্তুত করা হয়। যা কমিশনের ১৬৪তম সভায় বাস্তবায়নের জন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এটি পর্যালোচনা করে মতামত/সুপারিশ পেশ করার জন্য কমিটি গঠন করা হলো।

এর আগে গত ১৯ মে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানিয়েছিলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত ও অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করতে অভিন্ন আর্থিক নীতিমালা এবং হিসাব ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।’

Collected From Banglatribune



Do you Need Any Help?