Facebook Youtube Twitter LinkedIn
...
প্রবাসী কর্মীদের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনারের মতবিনিময়

মালদ্বীপের কুলুধুফুসী ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেছেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধি দল। হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান তাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। 
গত শুক্রবার (১০ জুন) কুলুধুফুসী ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শনে যান।
এছাড়া কুলুধুফুসী আইল্যান্ড সিটি কাউন্সিলে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। আনডকুমেন্টেড কর্মীদের বৈধকরণ, প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা, বিনোদন ও চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সিটি কাউন্সিলের সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি সিটি কাউন্সিলের পক্ষ থেকে মানব সম্পদ উন্নয়ন ও খেলাধুলার অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়। 
এসময় দনবেজ কোম্পানি ও এমটিসিসি কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করা হয়। পাশাপাশি তাদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পরবর্তী সময়ে কুলুধুফুসী হাসপাতাল পরিদর্শন করা হয় ও সেখানে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
Collected From dhakapost