৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।
মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও টেলিটকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করলো পিএসসি।
৪৫তম বিএসিএস-এ আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার ৯২২ জন। এর মধ্যে গত ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। সে হিসেবে ৭৭ শতাংশ আবেদনকারী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
৪৫তম বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডারে নেওয়া হবে আরও ১ হাজার ২২ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
Collected From samakal