পোশাক কারখানায় চালু হচ্ছে মডেল ক্লিনিক
পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবায় কারখানার অভ্যন্তরেই চালু হচ্ছে মডেল এন্টারপ্রাইজ ক্লিনিক। এ ক্লিনিকের মাধ্যমে শ্রমিকরা কর্মস্থলে দুর্ঘটনা কিংবা অন্য যে কোনো অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাবেন। পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য ৩০টি কারখানা নিয়ে ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি কারখানায় এ সেবা চালু হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর এ উদ্যোগে কারিগরি সহায়তা দিচ্ছে সার্টিফিকেট ইন মেডিকেল এডুকেশন-সিএমইডি নামে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা।
গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মডেল এন্টারপ্রাইজ ক্লিনিক কার্যক্রম উদ্বোধন করা হয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব এহসানে এলাহী। তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশে স্বাভাবিক উৎপাদনশীলতার জন্য শ্রমিকদের সুস্থ থাকা খুব জরুরি। দ্রুততম সময়ে দেশের সব কারখানায় এ কার্যক্রম চালুর ব্যবস্থা করতে হবে। সেবা ডিজিটালাইজড করা এবং বিনামূল্যে ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এ ধরনের উদ্যোগ শেষ পর্যন্ত টেকসই হবে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএমইডির চেয়ারম্যান ডাক্তার খন্দকার এ মামুন।
জানা গেছে, মডেল এন্টারপ্রাইজ ক্লিনিক কার্যক্রমের আওতায় থাকা কারখানায় সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসাকর্মী থাকবেন। প্রাথমিক চিকিৎসা ছাড়াও প্রয়োজনে রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর ব্যবস্থাসহ অন্যান্য সহায়তা পাবেন শ্রমিকরা। এ ছাড়া কারখানায় এ সংক্রান্ত সেবার তালিকা এবং সহায়ক অন্যান্য উপকরণও থাকবে। পোশাক খাতের উদ্যোক্তা, শ্রমিক নেতা ও বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Collected From samakal