Facebook Youtube Twitter LinkedIn
...
প্রধানমন্ত্রীর ঘোষণার পর কাজে ফিরবেন চা শ্রমিকরা

মজুরী বৃদ্ধির আন্দোলনের আজ ১৬ দিন অতিবাহিত হচ্ছে। অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে সৃষ্ট সংকট নিরসনে বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালী ক্লাবে  এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলী,কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকগণ এবং বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বৈঠকে শ্রমিকদের পক্ষে পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শীপন চক্রবর্তী, মদনমোহনপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি উমা শংকর গোয়ালা, শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

বৈঠকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। তাদের সেই আহবানে সাড়া দেননি বাগানের পঞ্চায়েত নেতারা। পঞ্চায়েত নেতৃবৃন্দরা জানিয়েছেন- শ্রমিকরা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজুরি বৃদ্ধির ঘোষণা যখনই দিবেন তখনই তারা কাজে ফিরবেন।

বাগানের সাধারণ শ্রমিকরা মনে করছেন, ‘আলোচনার নামে প্রধানমন্ত্রীর কথা বলে শ্রমিকদের ধোঁকা দেয়া হচ্ছে। তাই তারা ইউনিয়নের নেতাদের এখব বিশ্বাস করছে না। প্রধানমন্ত্রী টিভিতে মজুরী বৃদ্ধির ঘোষণা দিলেই তারা কাজে যোগদান করবেন।

Collected from: Manobjomin