বাংলাদেশ প্যাভিলিয়নে ব্যবসায়ী-আমদানিকারকদের ভিড়
মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অংশ নেয়। মঙ্গলবার (৪ জুলাই) মেলার উদ্বোধন করেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফং হিন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ মেলা চলবে বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এ মেলায় বাংলাদেশের অ্যাগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিক অংশ নেয়। মেলায় খাদ্যপণ্য, পানীয়, সামুদ্রিক খাবার, মৎস্য, হালাল ফুডস, খাদ্য ও পানীয় প্রযুক্তি, মসলা এবং বিকল্প প্রোটিন এ সেক্টরগুলোতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের ২৫৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, মেলায় অন্য দেশের পাশাপাশি বাংলাদেশ অংশ নিয়েছে, যেটা অত্যন্ত গৌরবের। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গত আট মাসে ছয়টি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে এবং সেজন্য এ উদ্যোগ অব্যাহত রাখা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সেক্টরভিত্তিক মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে আমাদের। বুধবার (৫ জুলাই) মেলার দ্বিতীয় দিনে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন হাইকমিশনার।
এসময় তিনি বাংলাদেশ প্যাভিলিয়নের বাংলাদেশের অ্যাগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিকের স্টল ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
জানা গেছে, সিয়াল নেটওয়ার্ক এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এ মেলা আয়োজন করে থাকে। আসিয়ান অঞ্চলে মালয়েশিয়ায় এ আয়োজন প্রথম। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোতে তাদের পণ্যের বাজার সৃষ্টির সুযোগ পাবেন। মেলার পাশাপাশি ফুড কনফারেন্স ২০২৩ ও রিজিওনাল হালাল ফোরোম শিল্প উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
মুন্নু মালয়েশিয়ার সিইও মাহবুব আলম শাহ জানান, মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের প্রায় আড়াইশ ব্যবসায়ী-আমদানিকারক বাংলাদেশ প্যাভিলিয়নের মুন্নু সিরামিকের স্টলে এসেছেন। বাংলাদেশি সিরামিক পণ্য দেখেছেন এবং প্রশংসা করেছেন। এদিন কয়েকটি অর্ডার পাওয়া গেছে। ক্রেতাদের আগ্রহ দেখে আগামীতে বড় পরিসরে অংশ নেবে মুন্নু সিরামিক।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশের অ্যাগ্রোভার্স লিমিটেডের কর্ণধার আহসান বলেন, এ ধরনের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্য সম্পর্কে উপস্থাপনা নিঃসন্দেহে খুব ভালো। বাংলাদেশ হাইকমিশন আমাদের নির্বাচিত করায় সুযোগটা আমরা পেয়েছি এবং অনেকটা সফল।
বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলা দেখতে পারবে। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখার জন্য শুরু থেকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এ ধরনের আরও পাঁচটি মেলায় বাংলাদেশ অংশ নিয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
Collected From jagonews24