Facebook Youtube Twitter LinkedIn
...
এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল দেশের ৫ প্রতিষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার-২০২৩ অ্যাওয়ার্ড অর্জন করলেন দুবাই কনসুলেটসহ বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় দুবাইয়ের জো মেরিয়ট মারকিউস হোটেলে এশিয়া ও আফ্রিকার প্রায় শতাধিক লিডারশিপের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি স্বরূপ গৃহায়ন-বিদ্যুৎ, ব্যাংকিং সেক্টর, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থা ও কনসুলার সেবা কার্যক্রমে সক্ষমতার কারণে বাংলাদেশ পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন করে।
বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ড দিয়ে থাকে আন্তর্জাতিক অর্গানাইজেশন এশিয়া, আমেরিকা, আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ও ইউ আর এস মিডিয়া অ্যান্ড এশিয়া ওয়ান নামের একটি সংগঠন। মূলত এ সংগঠনটি বিভিন্ন দেশের সফল ব্যক্তিদের এ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় দুবাইয়ে জো মেরিয়ট মার্কিউস হোটেলে এ সংগঠনের ২০তম ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ আয়োজনে শতাধিক লিডারশিপের হাতে সফলতা ও মানবিকতার স্বীকৃতি স্বরূপ তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। এতে বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠান এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ডটি পেয়েছে।
এ ইভেন্টে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে কনসুলার সেবার জন্য কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশের করোনাকালীন সময়ে বিশেষ অবদান ও স্বাস্থ্য সেবায় সফলতা অর্জন করায় চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালাউদ্দীন আলী, ব্যাংকিং খাতে সফলতা অর্জন করায় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এইচ, বি, এম ইকবাল, মার্কেন্টাইল ব্যাংকের গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, বিদ্যুৎ ও গৃহায়নে অবদানের জন্য হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেন।
সফল ব্যক্তিদের ছাড়াও ইউএইতে দায়িত্বরত ৫০টি দেশের কূটনৈতিক বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়, তারকা শিল্পী ও সিনে তারকাদের এ ইভেন্টে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বের নামীদামী ব্যক্তিদের সঙ্গে আমিরাতের রয়েল ফ্যামিলির সদস্যরাও উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে বরেণ্য ব্যক্তিরা তাদের সফলতার গল্পও তুলে ধরেন।
Collected From dhakapost