Facebook Youtube Twitter LinkedIn
...
ইতালি প্রবাসীদের স্বপ্ন পূরণ, ই-পাসপোর্টের যাত্রা শুরু

ইতালি প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতিক্ষীত ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। ২৭ জুলাই রোমে বাংলাদেশ দূতাবাসে এর যাত্রা শুরু হয়।
এ কার্যক্রম শুরুর কারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 
রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এবং ইতালি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকতর সেবা প্রদানের উদ্দেশ্যে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। 
অত্যন্ত আনন্দঘন পরিবেশে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প। 
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ দিন দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম ও সার্ভার সফলভাবে স্থাপন করে পরীক্ষামূলক এনরোলমেন্ট সম্পন্ন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন আবেদনকারীর মধ্যে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়।
Collected from dhakapost