Facebook Youtube Twitter LinkedIn
...
ব্রুনেইয়ে বৃত্তি, আইএলটিএসে ৬ হলেই আবেদন

বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনেইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেবে। ‘ব্রুনেই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ’–এর আওতায় এ স্কলারশিপ দেওয়া হবে। 

শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
*প্রতি মাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনেই ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার টাকা) প্রদান করা হবে।
*ক্যাম্পাসে বিনা খরচে আবাসন–সুবিধা প্রদান করা হবে।
*বিমানে আসা-যাওয়ার খরচ।
*গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
*বার্ষিক বই ভাতা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*আবেদন করা প্রোগ্রামের দেওয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ড স্কোর ৬.০, অথবা মিডিয়াম অব ইনস্ট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে যাঁদের নেই, তাঁরাও আবেদন করতে পারবেন।
*ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।
আবেদন শেষ কবে
আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
Collected from prothomalo