Facebook Youtube Twitter LinkedIn
...
রেলওয়ের দুই পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশের রেলওয়ের গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের গার্ড গ্রেড-২ পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফলে ৬৩ জনকে নির্বাচিত করা হয়েছে। আর সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে ২৮৯‍ জনকে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে দেওয়া তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের এই শর্তে সুপারিশ করছে যে নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

রেলওয়ের দুই পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশ
ফাইল ছবি: প্রথম আলো
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের চূড়ান্ত ফল দেখতে পদের নামের ওপর ক্লিক করুন।

Collected from Daily Prothom Alo