Facebook Youtube Twitter LinkedIn
...
রাউটার কারখানা স্থাপনে ১০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান


দেশে রাউটার তৈরির কারখানা স্থাপনে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় চীনা এক প্রতিষ্ঠান। চীনের ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান কেএফএল গ্রুপ অব চায়নার একটি প্রতিনিধি দল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করে।

রবিবার (৬ আগস্ট) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে আসেন কোম্পানির প্রেসিডেন্ট ঝা হেলিনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাতকালে প্রতিনিধি দল বিনিয়োগের এই আগ্রহের কথা জানায়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিনিধি দলকে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রযুক্তিবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি দেশ।


মন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য ইন্টারনেট প্রটোকল ভার্সন আইপিভি-৪ এর পরিবর্তে আইপিভি-৬ প্রচলন করা অপরিহার্য। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর। বিটিআরসিসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে কাজ করছে। আইপিভি-৬ রাউটার ডিপ্লয়মেন্ট ডিজিটাল নিরাপত্তার প্রয়োজনে খুবই কার্যকর একটি প্রযুক্তি।

মোস্তাফা জব্বার ডিজিটাল নিরাপত্তার প্রয়োজনে আইপিভি-৬ আপডেট করার জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সর্বাধুনিক সংস্করণের তথ্যপ্রযুক্তি গ্রহণে পিছিয়ে থাকবে না। বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। নতুন আইপিভি অ্যাড্রেসিং পদ্ধতিতে যেতে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি স্ট্যাডি গ্রুপ গঠন করেছে। মন্ত্রী গুণগতমান ও ব্যয় সাশ্রয়ী রাউটার তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


প্রতিনিধি দলে আরও ছিলেন হলেন হংকং কেএফএল-এর জেনারেল ম্যানেজার লি হুই, স্থানীয় অংশীদার প্রতিনিধি নেক্সট জে লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আলম।

Collected From Banglatribune