Facebook Youtube Twitter LinkedIn
...
এসএসসির পুনঃনিরীক্ষার ফল ২৮ আগস্ট

এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল আগামী ২৮ আগস্ট প্রকাশ করা হবে।


এদিন সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। 

রোববার (৬ আগস্ট) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, আগামী ২৮ আগস্ট এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড এক যোগে এ ফল দেবে।

অধ্যাপক মো. আবুল বাশার বলেন, পরীক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আমরা খাতা পুনঃনিরীক্ষার কার্যক্রম শিগগিরই শুরু করছি। যারা আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

Collected From Risingbd