Facebook Youtube Twitter LinkedIn
...
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাতিল

প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে পরে জানানো হবে।


আগে পঞ্চম শ্রেণির বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হতো। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হতো। ২০০৮ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা চালু হলে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে সরকার পিএসসি ও জেএসসি বাতিল করার পর গত বছর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছিল। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় যারা ৫০ শতাংশের বেশি নম্বর পেতো, তারাই এ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতো।
Collect From Banglatribune