স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।
এর আগে গত ১১ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছিল। ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে এ তিন বোর্ডের পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এতে এই সময়ের সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার প্রয়োজন দেখা দেয়।
তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত ১৭ আগস্ট থেকে যথা নিয়মেই অনুষ্ঠিত হবে।
রবিবার (১৩ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচিতে জানানো হয়, ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ)-২০৫ ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুাব্বিদ মাহির বিভাগ)- ২২৩ বিষয়ের পরীক্ষা ৩ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া বাংলা প্রথমপত্র-২৩৬ বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবর ও বাংলা দ্বিতীয়পত্র-২৩৭ পরীক্ষা ৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Collected From Banglatribune