Facebook Youtube Twitter LinkedIn
...
উপবৃত্তি: শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তথ্য সংগ্রহের নির্দেশ

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়ার ব্যবহার সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়। সোমবার (২১ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের গত ১৪ আগস্ট পাঠানো অফিস আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক মোবাইল নম্বর সফটওয়ারে সংরক্ষণ থাকা প্রয়োজন। ওই মোবাইল নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ব্যবস্থাপনার জন্য ওটিপি পাঠানো এবং সে মোতাবেক বিভিন্ন তথ্য সয়টওয়ারে অন্তর্ভুক্ত করার জন্য নির্ধারাতি ছকে সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য [email protected]  ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।


নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলার নাম, প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান প্রধানের নাম, প্রতিষ্ঠান প্রধানের এনআইডি নম্বর, মোবাইল নম্বর পাঠাতে পাঠাতে বলা হয় অফিস আদেশে।
Collected From Banglatribune