নতুন শিক্ষাক্রমের অধীনে পড়ুয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা রাজধানীর স্কুলে স্কুলে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষাক্রমের লেখাপড়াকে স্বাগত জানিয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্কুলে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মসূচি
রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়, ছোলমাইদ স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের মডেল অ্যাকাডেমি স্কুল, বাড্ডার সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়, খিলবাড়ীরটেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
মিরপুরের মডেল অ্যাকাডেমি স্কুলের মানববন্ধন
প্রসঙ্গত, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টি হচ্ছে এমন সমালোচনার পর নতুন শিক্ষক্রম বাস্তবায়নের আওতায় পড়ুয়া শিক্ষার্থীদের প্রথম এ রকম কর্মসূচি দেখা গেলো।
Collected From Banglatribune