Facebook Youtube Twitter LinkedIn
...
ভ্রমণ ভিসায় এসে পাকিস্তানির চাকরি, ব্যাখ্যা চায় ইউজিসি

ভ্রমণ ভিসায় বাংলাদেশে বেড়াতে এসে এক পাকিস্তানি নাগরিকের চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার ইউজিসির পরিচালক ওমর ফারুখের সই করা এক চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই ব্যাখ্যা চেয়েছে ইউজিসি। তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জানতে চাইলে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওমর ফারুখ।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার অনলাইনের বাংলা ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টির কাছে এই ব্যাখ্যা চেয়েছে ইউজিসি। গতকাল মঙ্গলবার ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ ভিসায় বাংলাদেশে বেড়াতে এসে দুই বছরের বেশি সময় ধরে চাকরি করছেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আমিন নদভী। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের জুন মাস থেকে শিক্ষকতা করছেন তিনি। এ ছাড়া আর কিছু পদেও তিনি দায়িত্ব পালন করছেন।
ইউজিসি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিন ধরনের তথ্য জানতে চেয়েছে। এক. মোহাম্মদ আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়টিতে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে (সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি, বাছাই কমিটির সুপারিশ, সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণীসহ)। দুই. যেসব পদে নিয়োগ দেওয়া হয়েছিল সেসব পদ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত জনবল কাঠামোর (অর্গানোগ্রাম) অন্তর্ভুক্ত কি না। অনুমোদিত জনবল কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে থাকলে প্রমাণ (বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী)। তিন. ওই ব্যক্তির জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র, নিয়োগের শর্ত, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব (জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট), ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি), ভিসা ইত্যাদির সত্যায়িত কপি।
Collected from prothomalo