সাড়ে ১২ হাজার টাকাই থাকলো গার্মেন্টস শ্রমিকের মজুরি
গার্মেন্টস শ্রমিকের মজুরি সাড়ে ১২ হাজার টাকাই চূড়ান্ত করলো নিম্নতম মজুরি বোর্ড। রোববার (২৬ নভেম্বর) বিকেলে শ্রম মন্ত্রণালয়ে মজুরি বোর্ডের শেষ বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দিয়ে গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এছাড়া গতকালের বৈঠকে শ্রমিকদের আরো একটি গ্রেড কমিয়ে ৫টি থেকে ৪টিতে নামিয়ে আনা হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলি মোল্লা।
নিম্নতম গ্রেডে মজুরি না বাড়ানো হলেও অন্য তিন গ্রেডে মজুরি আরো কিছুটা বাড়িয়ে চূড়ান্ত করা হয়েছে। যেমন খসড়া গেজেট তৃতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি ১৩ হাজার ২০০ টাকা করা হয়েছিল, সেটি বাড়িয়ে ১৩ হাজার ৫৫০ টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে প্রথমে ছিল ১৪ হাজার ১৫০ টাকা, সেখান থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা করা হয়েছে। এছাড়া প্রথম গ্রেডে ১৪ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে। ঘোষিত এই মজুরিতে মালিক-শ্রমিক কোনো পক্ষই সন্তুষ্ট হতে পারেনি। এ জন্য মজুরি ঘোষণার পর থেকে এখনে পর্যন্ত ১৭৩টি গার্মেন্টস মালিক মজুরি বোর্ডে আলাদা আলাদা চিঠি দিয়ে মজুরি কমিয়ে ১০ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে পুণরায় ঘোষণার দাবি জানিয়েছিল।
অপরদিকে ২৫টি শ্রমিক সংগঠন মজুরি বোর্ডে চিঠি দিয়ে ২০ হাজার টাকার ওপরে মজুরি নির্ধারণের দাবি জানিয়েছিল। এই অবস্থার মধ্যেই মজুরি বোর্ডের শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় আজ রোববার শ্রম মন্ত্রণালয়ে। এই বৈঠকেই পূর্ব ঘোষিত মজুরি ও এর আগে মজুরি খসড়া গেজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।
আজকের বৈঠকে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা ছাড়াও আরো উপস্থিত ছিলেন, মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ অন্য সদস্যরা।
Collected From shomoyeralo