মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মুহাম্মদ আব্দুস ছবুর খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য দেন।
আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোহাম্মদ ওবায়দুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোয়াজ্জম হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া।
Collected From prothomalo
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ হিল গনী, ব্যারিস্টার তাসনিম ফেরদাউস, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসাইনসহ আইন বিভাগের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।