বৃষ্টি হলে রাজধানীর বায়ুর মান অপেক্ষাকৃত ভালো হয়ে যায়। আজ বৃহস্পতিবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীসহ সারা দেশে। কিন্তু তাতে অবশ্য বায়ুর মানের খুব বেশি উন্নতি হয়নি। অবশ্য গতকালের চেয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে অবস্থান নিচের দিকে গেছে আবার স্কোরও খানিকটা কম। তবু আজ সকাল পৌনে ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১২তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৫৭। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল বুধবার এ সময় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ আর স্কোর ছিল ১৭১।
আজ সকাল পৌনে ৯টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। ওই দুই শহরের স্কোর ২১১ ও ১৭৬। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
Collected From prothomalo