৪১তম বিসিএসে নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশ আজ বৃহস্পতিবারের মধ্যে দেওয়া হতে পারে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, আজ যাচাই–বাছাই শেষে পিএসসি ৪১তম বিসিএসের নন–ক্যাডারের সুপারিশ সম্পন্ন করতে পারে। তবে কতজনকে সুপারিশ করা হচ্ছে, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।
পিএসসি সূত্র জানায়, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট নিয়োগ পাবেন ৪ হাজার ৫৩ জন। এটির জন্য পিএসসি অপেক্ষমাণদের কাছে আবেদন আহ্বান করেছিল। গত ২৩ নভেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৮ নভেম্বর। এই সময়ের মধ্যে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী। এখন সেই সব আবেদন বিশ্লেষণ চলছে। এই ফল আজকের মধ্যেই প্রকাশ পেতে পারে। ফল প্রকাশের মধ্য দিয়ে ৪১তম বিসিএসের কাজ শেষ করবে পিএসসি। এটি শেষ হলেই ৪৩তম বিসিএসসহ অন্য বিসিএসগুলোর কার্যক্রম আরও গতি পাবে বলে মনে করে পিএসসির সূত্রটি।
গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। তাঁরা নন–ক্যাডারের চাকরির জন্য আবেদন করেছেন। সেগুলোই যাচাই–বাছাই করছে পিএসসি।
Collected From prothomalo