Facebook Youtube Twitter LinkedIn
...
গোসলের পর শরীর চুলকায় কেন? প্রতিকার কী?

জিজ্ঞাসা: আমার বয়স ৩১ বছর। এক মাস আগে থেকে গোসলের পর আমার পুরো শরীর অনেক বেশি চুলকায়। শরীর মুছে ফেলার ৩০-৪০ মিনিট পর ধীরে ধীরে চুলকানি কমে যায়। চুলকিয়ে শরীর লাল করে ফেলি। এই সমস্যার সমাধানে আমি কী করতে পারি?

পরামর্শ: বর্ণনা পড়ে মনে হচ্ছে, আপনি একধরনের চর্মরোগে ভুগছেন। সমস্যাটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অ্যাকুয়াজেনিক প্রুরিটাস বলা হয়। এ ক্ষেত্রে দৃশ্যমান কোনোরূপ ক্ষত না থাকলেও পানির সংস্পর্শে এলেই ত্বকে তীব্র চুলকানি শুরু হয়। আপনি দ্রুত একজন ত্বকবিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে চিকিৎসা শুরু করুন। তার আগে আপাতত কিছু নির্দেশনা অনুসরণ করতে পারেন। প্রথমত, গোসল করার আগে সারা শরীরে নারকেল তেল অথবা অলিভ অয়েল মেখে নিন। গোসলের ঘণ্টাখানেক আগে একটি অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবেন। গোসলের পর গোসলখানা থেকেই ময়েশ্চারাইজার মেখে বের হবেন। লক্ষ রাখবেন, ময়েশ্চারাইজারটি যেন মানসম্পন্ন হয়।

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট, চর্ম, যৌন, কুষ্ঠ, সেক্স ও অ্যালার্জি রোগবিশেষজ্ঞ ডা. মাহ্‌মুদ চৌধুরী।

Collected From prothomalo