Facebook Youtube Twitter LinkedIn
...
যোগ্য প্রার্থী নেই, বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) হুসনে আরা শিখা প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ ব্যাংকে প্রতিটি পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আগে একটা নির্দিষ্ট কাট মার্কস নির্ধারণ করা হয়। যে নম্বর পেলে প্রার্থীরা পাস করেছেন বলে বিবেচনা করা হয়। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি পরীক্ষায় যে কার্ট মাকর্স নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পাননি, অর্থ্যাৎ কেউ পাস করেননি। তাই আমরা নিয়োগটি বাতিল করেছি। এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় পাঁচ হাজার প্রার্থী অংশগ্রহণ করেছিলেন বলেও তিনি জানান।বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নং ২১/২০২১ এর সূত্রে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রিলিমিনারি পরীক্ষায় যে কার্ট মাকর্স নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পায়নি। তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। 

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুন্য পদের সংখ্যা ছিল ১৪টি।

আবেদনের যোগ্যতায় বলা হয়েছিল, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Collected From prothomalo



Do you Need Any Help?