Facebook Youtube Twitter LinkedIn
...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারিতে


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। আবেদন এবং ভর্তি প্রক্রিয়া শেষে মার্চের প্রথম দিকে শুরু হতে পারে ক্লাস।

 গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম হলো—জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করা। ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।

তিনি আরও বলেন, শিগগিরই এ সংক্রান্ত সভা ডাকা হবে। সেখানে চূড়ান্ত হবে তারিখ। চূড়ান্ত দিনক্ষণ হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে সারাদেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।

অন্যদিকে গত শিক্ষাবর্ষে ডিগ্রিতে (পাস কোর্স) প্রথমবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের এক হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়।

প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এরমধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি এবং পোষ্য কোটা তিনটি।

প্রসঙ্গত, গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি এবং এইচএসসির জিপিএ ও প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে। আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। পাশাপাশি অপেক্ষমাণ তালিকা থেকেও কয়েক দফায় ভর্তি নিয়ে আসন পূরণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


Collected from RTVonline