Facebook Youtube Twitter LinkedIn
...
রাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ মার্চ, থাকছে সেকেন্ড টাইম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। বিগত বছরের মতো এবারো চালু থাকছে ‘সেকেন্ড টাইম’ (দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ)।


সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছুরা আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। গত বছরের ন্যায় এবারো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, গতবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ‘সি’, ‘এ’ এবং ‘বি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি ইউনিটের জন্য গ্রুপ ছিল চারটি। ৮০টি প্রশ্নে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার মোট নম্বর ছিল ১০০।
Collected From Jugantor Newspaper