Facebook Youtube Twitter LinkedIn
...
৪৩তম বিসিএস ফলপ্রত্যাশীদের জন্য সুখবর

৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশীদের অপেক্ষার পালা শেষ হচ্ছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সপ্তাহের যে কোনো সময়ে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জোর সম্ভাবনার কথা জানিয়েছে পিএসসি। এতে ক্যাডার ও নন-ক্যাডার ফল একসঙ্গে প্রকাশ করা হবে। 


এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আজ বুধবার বলেন, ‘আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি, ফলপ্রত্যাশীদের আক্ষেপ শেষ হচ্ছে।’

১৪ ডিসেম্বর ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন শুরু হয় ১৭ ডিসেম্বর, যা ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। 

এ ছাড়া নন-ক্যাডারে মোট শূন্যপদের সংখ্যা ১ হাজার ৩৪২। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডে ৮৬১, ১১তম গ্রেডে ৬ ও ১২তম গ্রেডে ২৭৯টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চেয়েছে পিএসসি।
Collected From Jugantor Newspaper