Facebook Youtube Twitter LinkedIn
...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের বিজ্ঞপ্তি বাতিল দাবি

৪৩তম বিসিএসের নন-ক্যাডারের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), তা বাতিল ও পদসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

এ দাবি জানিয়ে বিপিএসসি প্রহসন এবং বৈষম্যমূলক নন-ক্যাডার বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে শিক্ষিত বেকার বৃদ্ধির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ৪৩তম বিসিএসের ফল প্রত্যাশীরা। 

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। এ সময় বিধি অনুযায়ী ৪৫তম বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডার ফলাফল আলাদাভাবে প্রকাশ করা এবং পূর্বের রেওয়াজ অনুযায়ী ৪৩তম বিসিএসেও অধিক সংখ্যক প্রার্থীকে সুপারিশ করার দাবি জানান তারা।

৪৩তম বিসিএসের ফল প্রত্যাশীদের মুখপাত্র নাসির উদ্দিন বলেন, আমরা পিএসসিকে এমন সিদ্ধান্ত পুনরায় মূল্যায়নের জোর দাবি জানাচ্ছি। ৪৩তম বিসিএসে নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে মাত্র ১ হাজার ৩৪২টি পদ রয়েছে। এর মধ্যে জেনারেল (সাধারণ) প্রার্থীদের জন্য বরাদ্দ আছে মাত্র ৩৬০টি পদ। যা  নজিরবিহীন এবং বৈষম্যমূলক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ফল প্রত্যাশীরা অভিযোগ করে বলেন, পিএসসি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে শিক্ষিত বেকার বৃদ্ধির পাঁয়তারা করে যাচ্ছে। এর মাধ্যমে দেশের শিক্ষিত সমাজ বিসিএসের প্রতি আস্থা হারাবে। ফলে বাংলাদেশ থেকে মেধা পাচার বেড়ে যাবে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান অন্তরায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৩তম বিসিএসের ফল প্রত্যাশী মো. আশিকুর রহমান, মো. আহাদ বিশ্বাস, মুহিত, হাসান আজিজুল, মো. মারুফ হোসেন, মো. ফারুকুল ইসলাম, মো. এমরানুল হাসান প্রমুখ।

Collected From Jugantor