Facebook Youtube Twitter LinkedIn
...
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল ১৬ দিন, দেখুন সংশোধিত তালিকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রোববার (৩১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন এ শিক্ষাপঞ্জিকা প্রকাশ করা হয়।
এর আগে ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকায় ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৬০ দিন। বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। এরপরই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হলো।
আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্মদিবস, স্বাধীনতা দিবস, শবে কদর, ঈদুল ফিতর, বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশ ১ দিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।
অন্যদিকে ২০ জুলাই আষাঢ়ি পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার এক দিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
Collected From prothomalo