Facebook Youtube Twitter LinkedIn
...
জাহাঙ্গীরনগরে ভর্তি আবেদন শুরু, উভয় পরীক্ষায় লাগবে জিপিএ–৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে অনলাইনে ju-admission.org আবেদন করতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।

আবেদনের যোগ্যতা
* ২০২০ সালে ও তার পরের বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২২ ও ২০২৩ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
* মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে;
* বিজ্ঞান শাখায় জিপিএ মোট ৯ হতে হবে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৪ পেতে হবে;
* মানবিক শাখায় জিপিএ মোট ৮ দশমিক ৫ হতে হবে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৪ পেতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা ৫, ইংরেজি ৩০, ম্যাথমেটিক্যাল অ্যাপটিউট অ্যান্ড আইকিউ ৩০, সাম্প্রতিক বিষয় বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর। ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ছাড়া সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে।


ভর্তি পরীক্ষা ৬টি ইউনিটে
এবার ৬টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব ইউনিটের মধ্যে রয়েছে এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি); বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ); সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); সি-১ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ); ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ); ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)।


আবেদন ফি
অনলাইনে আবেদন ফি ডেবিট/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ৬০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য।


Collected From Daily Janakantha