Facebook Youtube Twitter LinkedIn
...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ দিনে পড়ল যতো আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন সোমবার থেকে শুরু হয়েছে। যা বুধবার বিকেল পর্যন্ত এক লাখ ছাড়িয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আবেদন শুরুর ৪৮ ঘণ্টায় প্রায় এক লাখ ভর্তিচ্ছু আবেদন করেছেন। সোমবারই আবেদনের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৭৪ জন। এবার প্রায় ৬ লাখের বেশি আবেদন পড়তে পারে।

এদিকে অনলাইনে আবেদন করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছুরা। তাদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনা অনুযায়ী আবেদন করার জন্য ওয়েবসাইটে তথ্য দিয়ে সাবমিট করলে তা হচ্ছে না। অনেক সময় সাইট ডাউন হয়ে যায়। ফলে ওয়েবসাইটে প্রবেশও করা যায় না। এ কারণে অনেক চেষ্টার পরেও আবেদন করতে পারছেন না তারা।

এ বিষয়ে সচিব ড. আলী জাফর চৌধুরী জানান, শিক্ষার্থীদের ভর্তি আবেদনে এই সমস্যা দু-এক দিনের মধ্যে এমনিতেই ঠিক হয়ে যাবে। প্রথম দিকে একসঙ্গে অনেক শিক্ষার্থী আবেদনের চেষ্টা করে। তাই অতিরিক্ত চাপে কিছু প্রার্থী সাইটে ঢুকতে পারেন না। যার কারণে আবেদন করতে সমস্যা হয়। কিন্তু বারবার চেষ্টা করলে একসময় ঢুকতে পারবেন তারা। চাপ কমে গেলে দু-এক দিন পরে সহজেই আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন আবেদন গত ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়। যা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Collected From RTVonline News