শিক্ষার্থীদের ফ্রি ক্যারিয়ার কোর্স করার সুযোগ দিচ্ছে ব্রাইট স্কিলস
দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার বিভিন্ন শিক্ষামূলক ক্লাবের ফ্রি ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স করার সুযোগ দিচ্ছে ই-লার্নিং প্ল্যাটফর্ম ব্রাইট স্কিলস (Bright Skills)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি), বুয়েট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), বরিশাল বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নলেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। প্ল্যাটফর্ম ব্রাইট স্কিলস প্রতিষ্ঠানটি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ই-লার্নিং পার্টনার হিসেবেও ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে।