Facebook Youtube Twitter LinkedIn
...
লিংকডইনে চাকরি খোঁজা সহজ করবে নতুন এআই ফিচার

মাইক্রোসফটের মালিকানাধীন পেশাজীবীদের নেটওয়ার্কিংয়ের প্লাটফর্ম লিংকডইন। সম্প্রতি চাকরি খোঁজা সহজ করতে লিংকডইন ‘জব কালেকশনস’ নামের নতুন এআই ফিচার আনার ঘোষণা দিয়েছে। খবর এনগ্যাজেট। 
এখন থেকে লিংকডইন নির্দিষ্ট কোনো বিভাগে বা চাকরির পদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোকে জেনারেটিভ এআইয়ের মাধ্যমে ক্যাটাগরি অনুসারে তালিকাভুক্ত করে উপস্থাপন করা হবে। আইটি, খেলাধুলা, রিমোট জবস, স্টার্টআপসহ নানা চাকরির বিজ্ঞপ্তিগুলোকে ক্যাটাগরি অনুসারে ভাগ করে সার্চের রেজাল্টে দেখানো হবে।
এ ফিচারটির কারণে চাকরিপ্রত্যাশীদের চাকরি খোঁজার যেমন সময় বাঁচবে, একই সঙ্গে তাদের ক্যারিয়ারের পরিবর্তনের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কোনদিকে হওয়া উচিত সে বিষয়েও লিংকডইন পরামর্শ দেবে। অর্থাৎ এখন থেকে লিংকডইন সার্চের রেজাল্টকে এআই অপটিমাইজ করে উপস্থাপন করবে। 
লিংকডইনের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে চাকরির আবেদনের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী চাকরির আবেদনের সংখ্যাও ৩০ শতাংশ বেড়েছে। এছাড়া বিশ্বব্যাপী ৮৫ শতাংশ মানুষ চলতি বছর তাদের চাকরি পরিবর্তন করার কথা ভাবছে। এ পরিস্থিতিতে চাকরি খোঁজা সহজ করতে নতুন লিংকডইন ফিচারটি চাকরিপ্রত্যাশীদের সাহায্য করবে বলে আশা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
Collected from bonikbarta