Facebook Youtube Twitter LinkedIn
...
লন্ডনে আর্থিক খাতে কমেছে শূন্য পদ

আর্থিক খাতে চাকরির সুযোগ গত বছর প্রায় ৪০ শতাংশ কমেছে লন্ডনে। পরামর্শক প্রতিষ্ঠান মরগান ম্যাককিনলে গতকাল জানিয়েছে, আর্থিক খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়োগকর্তাদের খরচ কমাতে বাধ্য করেছে। সংস্থাটির লন্ডন এমপ্লয়মেন্ট মনিটর অনুসারে, ২০২৩ সালে আর্থিক খাতের চাকরি আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ কমেছে। নতুন চাকরি খোঁজার সংখ্যাও কমেছে ১৬ শতাংশ। রয়টার্স

Collected from bonikbarta



Do you Need Any Help?